
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মধ্যে পে-রোল ব্যাংকিং বিষয়ক একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) রাজধানীর রাজউক অ্যাভিনিউতে অবস্থিত বিডিবিএল ভবনের আইসিবি সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল শাখার চিফ ম্যানেজার জনাব মো. নাজিমুল হক এবং আইসিবির জেনারেল ম্যানেজার জনাব মো. আনোয়ার শামীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় আইসিবির কর্মীগণ আইএফআইসি ব্যাংকের পে- রোল অ্যাকন্টের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ। তারা উভয়ে চার দশকের দীর্ঘস্থায়ী ব্যবসায়িক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং এই চুক্তিকে ব্যবসায়িক সম্প্রসারণ ও বিনিয়োগ সহযোগিতার একটি কৌশলগত অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ বিজনেস জনাব মো. রফিকুল ইসলাম, হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদ; আইসিবির উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদাসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।
আইএফআইসি ব্যাংক পিএলসি:
১৯৭৬ সালে আইএফআইসি ব্যাংক পিএলসি বাংলাদেশ সরকারের ৩২.৭৫% শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের ৬৭.৭৫% শেয়ার নিয়ে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে গঠিত । ১৮৯ টি শাখা, ১২২৫ টি উপশাখা নিয়ে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি পাঁচ হাজারের অধিক নিজস্ব কর্মীদ্বারা কর্পোরেট, রিটেইল ও এসএমই সেগমেন্টে ব্যাংকিং সেবা নিশ্চিত করে আসছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved