
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি রুহুল আমিন মুসলিম জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ফুলছড়ি উপজেলার কালির বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার ফজলুপুর ইউনিয়নে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অফিস ভাঙচুরের ঘটনায় করা মামলায় জয়কে গ্রেফতার করা হয়েছে। চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, “চলমান বিশেষ অভিযানে যারা অভিযুক্ত, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে প্রজনমলীগ নেতা রুহুল আমিন মুসলিম জয়কে গ্রেপ্তার করা হয়েছে।”
জয় ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য মরহুম শাহআলম মেম্বার ও সদ্য সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগমের ছেলে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved