
নিজস্ব প্রতিবেদকঃ টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মের মাঝে সৃজনশীল চিন্তা ও বিভিন্ন উদ্ভাবনী সমাধান প্রদান বিষয়ক প্রবন্ধ প্রতিযোগীতা ইকো সলভ-এ বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে আইএফআইসি ব্যাংক।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তাদের পারিপার্শ্বিক পরিবেশ বিষয়ক বিভিন্ন সমস্যা ও এর টেকসই গ্রহণযোগ্য সমাধান প্রদানে তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক ‘পরিবেশ আপনার, দায়িত্ব আপনার’ শীর্ষক আয়োজন ইকো সলভ বিষয়ক এই প্রবন্ধ প্রতিযোগীতা। এতে ৩ হাজারের বেশি প্রবন্ধ থেকে ১২ জন শিক্ষার্থীর প্রবন্ধ চূড়ান্ত ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
শনিবার ( ২৬ এপ্রিল ২০২৫) রাজধানীর পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ৩টি ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের স্মারক, সনদ ও সম্মাননা চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান জনাব মোঃ মেহমুদ হোসেন। এ সময় তিনি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে প্রকৃতির সম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুতারোপ করে বলেন এই প্রবন্ধ প্রতিযোগীতা ব্যাংকের একটি ক্ষুদ্র প্রয়াস হলেও এর প্রভাব সুদূরপ্রসারী।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিযোগীতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে অবিহিত করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষা ব্যক্তিগত পর্যায়ে সকলের সামাজিক দায়িত্ব বলেও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে ইকো সলভ প্রবন্ধ প্রতিযোগীতার বিস্তারিত তুলে ধরেন ব্যাংকের হেড অব সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং মিজ ফারিয়া হায়দার।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব কাজী মোঃ মাহবুব কাশেম, জনাব মোঃ গোলাম মোস্তফা। এছাড়াও সম্মানিত বিচারক মন্ডলীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন ওয়াটার এইড এর রিজিওনাল হেড জনাব খাইরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুজ্জামান ভূইয়া, ব্রাক বিজনেস স্কুলের অধ্যাপক জনাব ড. সৈয়দ মাহবুবুর রহমান, নটর ডেম কলেজের সহকারী অধ্যাপক জনাব বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং
উর্ধ্বতন কর্মকর্তাগণ।
আইএফআইসি ব্যাংক পিএলসি:
১৯৭৬ সালে আইএফআইসি ব্যাংক পিএলসি বাংলাদেশ সরকারের ৩২.৭৫% শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের ৬৭.৭৫% শেয়ার নিয়ে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে গঠিত । ১৮৯ টি শাখা, ১২২২ টি উপশাখা নিয়ে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি পাঁচ হাজারের অধিক নিজস্ব কর্মীদ্বারা কর্পোরেট, রিটেইল ও এসএমই সেগমেন্টে সার্ভিস দিয়ে আসছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved