
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে শনিবার (২৬ এপ্রিল) দুপুর একটায় রওনা হয়েছেন বাংলাদেশের পেস তারকা নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে অংশ নেওয়ায় পিএসএলের শুরু থেকে থাকতে পারেননি নাহিদ। তাকে দ্বিতীয় টেস্টে রাখা হবে না। আগেই সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি।
প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছেন নাহিদ। পিএসএলে তার দল পেশোয়ার জালমি। এবারের পিএসএলের ড্রাফটে অংশ নিয়েছিলেন মোট ৩৯ বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে দল পেয়েছিলেন তিনজন নাহিদ, লিটন দাস ও রিশাদ হোসেন।
চোটের কারণে পাকিস্তান গিয়েও দেশে ফেরত আসতে হয়েছিল লিটনকে। করাচি কিংসে তার সুযোগ হয়েছিল। অন্যদিকে লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করে চলছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৪ ম্যাচে ৮ উইকেট পেয়েছেন এই লেগ স্পিনার।
এবার নাহিদের পালা। তার থেকে প্রত্যাশাটাও বড় পেশোয়ারের। নিলামে গোল্ড ক্যাটাগরি থেকে প্রথম ডাকে তাকে দলে ভিড়িয়েছিল পিএসএলের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি।
দলটি এরই মধ্যে পাঁচটি ম্যাচ খেলেছে। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন পরাজয়ে পয়েন্ট টেবিলের চারে তাদের অবস্থান। আগামীকাল লাহোরে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে পেশোয়ার। এরপর রয়েছে আরো চার ম্যাচ। বিশ্রাম না নিয়ে নাহিদ আগামীকাল মাঠে নামলে অন্তত পাঁচ ম্যাচ খেলার সুযোগ পাবেন। এরপর যদি প্লে অফে খেলার সুযোগ পায় তার দল তাহলে ম্যাচ সংখ্যা বাড়বে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved