
কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্প্যানিশ দুই জায়ান্ট মাঠে নামবে আগামী ২৬ এপ্রিল দিনগত রাতে। এই ম্যাচ দিয়ে দলে ফিরতে চান মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। চোটের কারণে এখন মাঠের বাইরে আছেন ফরাসি এই ফুটবলার।
বার্সেলোনার বিপক্ষে চোট কাটিয়ে এমবাপ্পে ফিরে আসার লক্ষ্য স্থির করেছেন বলে জানান মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। চোটের কারণে ইতোমধ্যে অ্যাথলেটিকো বিলবাওয়ের সঙ্গে ম্যাচটি মিস করেছেন এমবাপ্পে। মিস করতে পারেন গেতাফের সঙ্গে ম্যাচটিও।
গত সপ্তাহে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গোঁড়ালির চোটে পড়েন এমবাপ্পে। তবে, দ্রুত ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছেন এমবাপ্পে, এমনটিই জানান কার্লো।
মাদ্রিদ কোচ বলেছেন, ‘লিগ ম্যাচের জন্য এমবাপ্পে প্রস্তুত নয়। কিন্তু, অনুশীলন করছে সে। তার সতীর্থ ফারল্যান্ড মেন্ডিও চোট সারিয়ে ফিরে আসার পথে। এই মুহূর্তে তারা নিজেদের নিয়ে কাজ করছে। আমি মনে করি, শনিবারের ম্যাচের আগেই দুজন ফিট হয়ে উঠতে পারবেন। এমবাপ্পে নিজের শতভাগ দিয়ে কাজ করে যাচ্ছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved