
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে কোনো প্রটোকল ছাড়াই হেঁটে ক্যাম্পাসে প্রবেশ করেন। তার সঙ্গে ছিলেন খুলনার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. আবদুল্লা ইলিয়াস।
শিক্ষা উপদেষ্টা অনশনরত ৩২ শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। অনশন ভাঙার আহ্বান জানান তিনি, তবে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। শিক্ষার্থীরা জানান, কুয়েট উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এ সময় উপদেষ্টা অনুরোধ করেন, যারা শারীরিকভাবে অসুস্থ, অন্তত তারা যেন চিকিৎসার জন্য অনশন স্থগিত করেন। ইতোমধ্যে ৯ জন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য মেডিকেল সেন্টার ও হাসপাতালে নেওয়া হয়েছে।
শিক্ষা উপদেষ্টার ক্যাম্পাস ত্যাগের পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং এক দফা দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়। এর আগে, রোকেয়া হলে তালা ভেঙে ছাত্রীরা প্রবেশ করেন।
এদিকে, কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুলনার জিরো পয়েন্টে আজ বুধবার দুপুর ২টায় সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved