
রাজধানীর কারওয়ান বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় বিনা (২২) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলটির আরোহী ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মোস্তফা কামাল নামে এক ব্যক্তি। শুক্রবার রাতে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা সামনে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার সকালে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সার্ক ফোয়ারার সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।
এই দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক মোস্তফা কামাল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছেন।
রমনা থানা পুলিশ জানায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাড়ি খায়, এতে বিনা পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। বিনা ও মোস্তফা পূর্বপরিচিত ছিলেন নাকি রাইডার-যাত্রী ছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved