
হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে এক বাংলাদেশী কৃষক কে গুলি এবং বন্দুক দিয়ে খুঁচিয়ে নির্যাতন করে হত্যা করেছে বিএসএফ। আধা ঘণ্টা পরে নিথর দেহ তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের সিমান্তের ৮৮৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই কৃষক সিংগীমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জাহিদুল ইসলামের ছেলে হাসিনুর (২৬) বলে নিশ্চিত করেছে স্থানীয়রা। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, কয়েকজন কৃষক বাংলাদেশ সীমানায় ঘাস কাটতে ছিলো। হঠাৎ বিএসএফ তাদের উদ্দেশ্য করে গুলি চালায়। এতে হাসিনুর নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়ে পরে যান এবং বিএসএফ এর সদস্যরা বন্দুক দিয়ে খুঁচিয়ে নির্যাতন করেন। পরে বিএসএফ তাকে তুলে নিয়ে যায়।
স্থানীয় আনোয়ার হোসেন জানান, হাসিনুর ইটভাটায় কাজ করে। কয়েকদিন আগে বাড়িতে এসেছে। আজ সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমানায় ঘাস কাটতে গেলে ভারতীয় সীমান্তরর্ক্ষী বাহিনী বিএসএফ তাকে উদ্দেশ্য করে গুলি করে। এতে হাসিনুর গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে বিএসএফ তাকে নির্যাতন করে ধরে নিয়ে যায়।
এ নিয়ে আজ বিকেলে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীদের মধ্যে পতাকা বৈঠক হবে বলে জানিয়েছেন বিজিবি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved