
নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বীররামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা রিপন মিয়ার স্ত্রী হনুফা আক্তার এবং নান্দাইলের ভাটিপাচানি এলাকার মোসলেম উদ্দিনের ছেলে কবির হোসেন।
নিহত হনুফার স্বামী রিপন মিয়া জানান, তাদের কর্মস্থল গাজীপুরের মাওনা। তারা সেখান থেকে বাসে করে ত্রিশাল আসেন। ত্রিশাল থেকে সিএনজি চালিত অটোরিকশায় ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে গৌরীপুরের নিজ বাড়ি যাচ্ছিলেন। তাদের অটোরিকশাটি ত্রিশাল-বালিপাড়া সড়কের বীররামপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি বাসের ধাক্কায় অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তার স্ত্রী। এ সময় আহত হন আরও চারজন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ জানান, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হলে সেখানে কবির নামে এক তরুণের মৃত্যু হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved