
আসন্ন চৈত্রসংক্রান্তি উপলক্ষে আগামী রোববার (১৩ এপ্রিল) পার্বত্য তিন জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। চৈত্রসংক্রান্তি-সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য দেশের অন্য জেলাগুলোতে ঐচ্ছিক ছুটি থাকবে।
আগামী রোববার (১৩ এপ্রিল) এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পর সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। সব মিলিয়ে টানা চার দিনের ছুটি পাবে পার্বত্য তিন জেলার মানুষ।
গত ২৭ মার্চ নির্বাহী আদেশে ১৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, ছুটিকালীন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved