
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের অভিযানে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও নগদ ২৫,০০০ টাকা জব্দ করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্ত্বাবধানে, দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
৮ এপ্রিল ২০২৫ তারিখ রাত ১০ টার সময় দর্শনা থানাধীন পুরাতন বাজার ‘দোয়েল মেডিকেল হল’ এলাকা থেকে প্রতারক চক্রের সদস্য দর্শনা দক্ষিণ চাঁদপুর (স্কুলপাড়ার) মোঃ তাইজুল ইসলাম এর ছেলে মোঃ তাকবির ইসলাম রিয়াদ (৩০) কে হাতেনাতে নগদ ২৫,০০০ টাকাসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে রিয়াদের ব্যবহৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে প্রতারণা চক্রের মূলহোতা নাটোরের লালপুরের মৃত জাবেদ সরদার এর ছেলে মোঃ স্বপন আলী হৃদয় (২৫) কে শনাক্ত করে পুলিশ। ৯ এপ্রিল ২০২৫ তারিখ রাত ১:৩০ মিনিটে দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া রায়পাড়া এলাকার মোঃ জাহিদুল ইসলামের বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত স্বপন আলী হৃদয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। তিনি জানান, প্রতারণার মাধ্যমে উত্তোলিত টাকা তাকবির ইসলাম রিয়াদের মাধ্যমে দর্শনা এলাকার বিভিন্ন বিকাশ এজেন্টের মাধ্যমে নগদায়ন করে থাকেন। রিয়াদ তার অংশ রেখে অবশিষ্ট টাকা স্বপনের নিকট পাঠিয়ে দিতেন। তদন্তে জানা যায়, গত দুই মাসে এই চক্রটি প্রায় ৫০ লক্ষাধিক টাকার প্রতারণামূলক লেনদেন সম্পন্ন করেছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর জানান দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে, জব্দকৃত প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও নগদ ২৫,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved