
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কাঁচা বাজারে অবস্থিত ‘উত্তম মিষ্টি ভান্ডার’-কে অস্বাস্থ্যকর ও পচা মিষ্টি বিক্রির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের জন্য সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার ইনস্পেক্টর মো. মাহফুজ রানা এবং সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দোকানে অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি রাখার প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দোকানটিকে ১৫ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের জন্য সিলগালা করা হয়েছে। এছাড়া, দোকানের ট্রেড লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে।
ইউএনও আরও বলেন, “১৫ দিন পর দোকানটি যদি স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার করে, সঠিক মানের খাবার প্রস্তুত করে এবং পৌরসভায় ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত মুচলেকা দেয়, তাহলে ট্রেড লাইসেন্স ফিরিয়ে দিয়ে দোকানটি পুনরায় খোলার অনুমতি দেওয়া হবে।”
এ সময় পৌর ইনস্পেক্টর মাহফুজ রানা বলেন, “সাধারণ জনগণ যদি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা প্রশাসনের সহায়তায় এ ধরনের দোকানকে জরিমানা ও সিলগালা করা হবে।”
স্থানীয়দের মধ্যে অভিযানের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved