
কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে আসেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় তিনি জানান, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন হচ্ছে। তিনি সব সময় দেশের মানুষের চিন্তা করেন।
মঙ্গলবার (০৩ মে) সুনামগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত শুরু করার আগে হাজারো মুসল্লির উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, আমি আজ এই ঈদগাহ ময়দানে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অন্যায় কাজ করেন না, অসৎ কাজ করেন না, তার কোনো নিজস্ব ব্যবসা বাণিজ্য নেই।
ঈদের নামাজ আদায় করতে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জড়ো হন হাজার মুসল্লি। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved