
হামজা চৌধুরী যোগ দেওয়ায় নিশ্চিতভাবেই বাংলাদেশের শক্তি বৃদ্ধি হয়েছে। তার চাক্ষুস প্রমাণ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের সঙ্গে লাল সবুজদের ড্র। সহজ ভুলগুলো না করলে হাভিয়ের কাবরেরার শিষ্যরা জিততেও পারত।
ওই ড্রই বাংলাদেশকে ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দিয়েছে। ১৮৫ থেকে এখন ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ৫.৩৫ পয়েন্ট বেড়ে তাদের মোট পয়েন্ট এখন ৯০৪.১৬।
প্রশ্ন হলো, তুলনামূলকভাবে শক্তিশালী ভারত ড্র করে কত ধাপ পেছাল? বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে র্যাঙ্কিংয়ে ১২৬ নম্বরে ছিল সুনীল ছেত্রী বাহিনী। তাদের এক ধাপ অবনতি হয়েছে। ১২৭ নম্বরে নামা ভারতের পয়েন্ট কমেছে -১.৫৯।
হালনাগাদ র্যাঙ্কিংয়ে শীর্ষ দলের সব দলই শীর্ষ দশেই আছে, কেবল স্পেন (২) ও নেদারল্যান্ডসের (৬) একধাপ করে উন্নতি ও ফ্রান্স (৩) পর্তুগালের (৭) একধাপ করে অবনতি হয়েছে। ১৮৮৬.১৬ পয়েন্ট নিয়ে যথারীতি সবার শীর্ষে আর্জেন্টিনা। আর্জেন্টিনার সঙ্গে হারা ব্রাজিল আছে ৫ নম্বরে। ইংল্যান্ড ৪, বেলজিয়াম ৮, ইতালি ৯ ও জার্মানি আছে ১০ নম্বরে।
এবার সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ৭ ধাপ উন্নতি করেছে তারা। সবচেয়ে বেশি অবনতি হয়েছে গিনি বিসাউয়ের। বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে সিয়েরা লিওন ও বুরকিনা ফাসোর সঙ্গে হেরেছে তারা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved