
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকাবাসীর সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন।
সোমবার সকালে তার নিজ এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নিজ এলাকাবাসীর সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।পরে এলাকাবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।এসয়ম নাসির উদ্দিন বলেন ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের গত ১৭ বছরের শাসন আমলে আমি আমার নিজ এলাকায় কোন সামাজিক অনুষ্ঠানে ও অংশগ্রহণ করতে পারেনি তাঁরা আমাকে বিভিন্ন মামলা হামলা দিয়ে আমার এলাকার মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে।২০১১ সালে আমি পবিত্র হজ্জ পালন কালেও আমার নামে দেশে মিথ্যা মামলা করা হয়।স্বৈরাচার সরকারের পতনের পর আজ দীর্ঘ ১৭ বছর পর আজ নিজ এলাকাবাসীর সঙ্গে ঈদ উদযাপন করলাম।
এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved