
নিজস্ব প্রতিবেদকঃ প্রিয় শহর চুয়াডাঙ্গা" এবং স্বেচ্ছাসেবী সংগঠন "মানবিক ফাউন্ডেশন"-এর উপদেষ্টা কমিটির উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার ও ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুর থেকে শহরের বিভিন্ন স্থান পরিদর্শনের পর সুবিধাবঞ্চিত মানুষের হাতে শাড়ি, পাঞ্জাবি ও অন্যান্য ঈদ উপহার তুলে দেওয়া হয়। এছাড়াও চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়, যাতে সবাই আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন "প্রিয় শহর চুয়াডাঙ্গা" গ্রুপের উপদেষ্টা ও দৈনিক মানবকণ্ঠের চুয়াডাঙ্গা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ হক, প্রধান এডমিন যুবরাজ খান রিমন, এডমিন বুরহান, রাসেল-সহ আরও অনেকে।
ঈদ উপহার পেয়ে খুশি প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত মানুষরা। তারা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সহায়তা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
গ্রুপের উপদেষ্টারা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
মানবিক উদ্যোগের এই প্রচেষ্টা চুয়াডাঙ্গায় ইতিবাচক প্রভাব ফেলছে এবং সমাজের অন্যান্যদেরও অসহায়দের পাশে দাঁড়াতে উৎসাহিত করছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved