
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার সরকারি শিশু পরিবার (বালিকা) এতিমখানায় অর্ধশতাধিক শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মেহেদী উৎসব। শনিবার (২৯ মার্চ) সকাল ১০টায় প্রিয় শহর চুয়াডাঙ্গা ও মানবিক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে এবং সাদিয়াস মেহেদী কর্নার এর সৌজন্যে এই আয়োজন করা হয়।
মেহেদী উৎসবে এতিম শিশুদের হাতে সুন্দর ও নান্দনিক নকশার মেহেদী লাগানো হয়, যা তাদের মুখে হাসি ফোটায়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও ঈদের খুশির ছোঁয়া।
উৎসবে উপস্থিত ছিলেন প্রিয় শহর চুয়াডাঙ্গার প্রধান অ্যাডমিন যুবরাজ খান রিমন, উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ হক, সিনিয়র অ্যাডমিন বুরহান, অমিত হাসান, রিংকু, রাছেল, রানা এবং সাদিয়াস মেহেদী কর্নার এর প্রোপ্রাইটর সাদিয়া আফরিন জিমি।
এছাড়া, নারী ডিপার্টমেন্ট থেকে উপস্থিত ছিলেন পিংকি, লাবণ্য, সুমাইয়া, রিধিতা, খাদিজা, তন্নি, জাকিয়া, সুরাইয়া, দিপা, ইতি, চাঁদনী, মোছাঃ সাড়া প্রমুখ।
আয়োজকরা জানান, এতিম শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রতি বছরই এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
এমন মহতী উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এতিমখানার সংশ্লিষ্টরা এবং উপস্থিত শিশুরাও আনন্দঘন পরিবেশে দিনটি উপভোগ করে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved