
বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি আজ। তাই আগামীকাল সোমবার ঈদ হচ্ছে না। আগামী মঙ্গলবার (৩ এপ্রিল) দেশে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গতকাল সৌদি আরবে শাওয়াল মাসে চাঁদ দেখা না যাওয়ায় তখন থেকে অনুমান করা যাচ্ছিল, রোববার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। শেষ পর্যন্ত তা-ই হয়েছে। সাধারণত সোঁদি আরবে চাঁদ দেখা যাওয়ার একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়।
আজ (১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সারাদেশ থেকে জেলা প্রশাসকদের পাঠানো রিপোর্ট পর্যালোচনা করা হয়। এসব রিপোর্ট থেকে জানা যায়, আজ বাংলাদেশের কোনো অংশ শাওয়ালের চাঁদ দেখা যায়নি। এর প্রেক্ষিতে মঙ্গলবার ঈদ হবে বলে কমিটির পক্ষ থেকে ঘোষণা জানানো হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved