
নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামে পিতা কর্তৃক নিজ কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইনামুল হক জনি (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার জাফরপুর গ্রামের বাসিন্দা ইনামুল হক জনি তার নিজ শয়নকক্ষে ১৪ বছর বয়সী কন্যা ফাউজিয়া হক এ্যানিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে ভিকটিমের মামা মোঃ রেজাউল করিম (৪২) চুয়াডাঙ্গা সদর থানায় একটি এজাহার দায়ের করেন।
এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ধারা ৯(৪)(খ) অনুযায়ী মামলা নং-১৯, তাং-১৮/০৩/২৫ খ্রিঃ রুজু করা হয়।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা ঘটনার তদন্ত ও আসামিকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তার দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব কনক কুমার দাস ও সদর সার্কেলের নেতৃত্বে ডিবি ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের চৌকস টিম অভিযান পরিচালনা করে।
দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ১৮ মার্চ ২০২৫, রাত আনুমানিক ৩:০০টার দিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কাশীপুর গ্রামে আসামির মামা মোঃ নাসির উদ্দিনের বসতবাড়ি থেকে ইনামুল হক জনিকে গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভিকটিমকে যথাযথ আইনি সহায়তা প্রদান করা হবে।
চুয়াডাঙ্গা জেলায় নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved