
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গাজী জসীম উদ্দিন। আজ সোমবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিআইডির অফিসিয়াল পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৬ মার্চ) গাজী জসীম উদ্দিন সিআইডি প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন।
গত ৯ মার্চ সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়। এমতাবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এই দায়িত্ব পালন করবেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved