
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাকের পার্টির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী)বিকেলে উপজেলার ভূলতা বাসস্ট্যান্ডে জাকের পার্টির ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা জাকের পার্টির সভাপতি যোবায়ের আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি মুরাদ হোসেন জামাল। এ সময় আরো উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় জাকের পার্টির তালামা ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা মুফতী কাউছার আহমেদ,মাওলানা আজহার আলী,ইব্রাহিম মিয়াসহ অনেকে।
এ সময় বক্তারা, সবাইকে জাকের পার্টিতে যোগদান করার জন্য আহ্বান জানিয়ে বলেন দেশে বর্তমানে যে অরাজকতা চলছে তা থেকে পরিত্রাণ পেতে হলে আগামীতে একমাত্র জাকের পার্টি কে নির্বাচিত করে দেশ পরিচালনা করার দায়িত্ব দিতে হবে।তা ছাড়া অন্য কোন দলের পক্ষে এ চলমান অরাজকতা থেকে দেশ মুক্ত করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved