
প্রতিটি রাজনৈতিক দলকে সমান সুযোগ দিয়ে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার দীতপুর রাজশাহী পাড়া এলাকায় এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আমরাতো অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ রাজনৈতিক দলের প্রতি আমাদের কোনো কিছু নেই।
তিনি বলেন, আইনশৃঙ্খলা অবনতি ঘটেছে, আমরা বিষয়টি খেয়াল করেছি। আমাদের মনে হয় এগুলো পরিকল্পিত। পুলিশ, র্যাব, কোস্ট গার্ড, বিজিবি, গোয়েন্দা সংস্থা পর্যাপ্ত সক্রিয় আছে। আশা করছি চুরি, ডাকাতি, ছিনতাই দ্রুত বন্ধ করতে পারব।
তিনি আরও বলেন, রমজান উপলক্ষে কেউ যদি নিত্য প্রয়োজনীয় বাজারে সিন্ডিকেট বা অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজানের প্রয়োজন মত সব কিছু সরকার মজুদ করে রেখেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved