
জুলাই অভ্যুত্থানে আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে ১ হাজার ৪০১ জনের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তালিকায় অতি গুরুতর আহত ৪৯৩ জনকে ‘ক’ শ্রেণি এবং গুরুতর আহত ৯০৮ জনকে ‘খ’ শ্রেণির অন্তর্ভুক্ত করা হয়েছে।
গেজেটে ‘জুলাই যোদ্ধাদের’ মেডিকেল কেস আইডি, নাম, পিতা–মাতার নাম ও স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।
গত ১৫ জানুয়ারি জুলাই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে আহতদের ধরন ভেদে ‘গ’ শ্রেণির তালিকাও প্রকাশ করা হবে বলে জানায় সরকার। তালিকা ধরে ‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধাদের’ আর্থিকভাবে সহায়তা করবে সরকার।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved