
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ফল মার্কেটে কিশোর গ্যাংয়ের হামলা ও কর্মচারীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে ফল ব্যবসায়ী মালিক সমিতি ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। এতে অন্তত তিন শতাধিক ফল ব্যবসায়ী, কর্মচারী ও শ্রমিকরা বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন ও ব্যনার হাতে অংশ নেয়।
এসময় বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
জানাগেছে, গতকাল সকালে শহরের সিলেট বাসস্ট্যান্ড এলাকার ফল মার্কেটে তুচ্ছ ঘটনা নিয়ে হামলা চালায় কিশোর গ্যায়ের সদস্যরা। এসময় তৌফিক নামে এক কর্মচারীকে বেধরক মারপিট করে তুলে নিয়ে যাবার চেষ্টা চালায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তৌফিককে স্থানীয় ব্যবসায়ীরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved