
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, রমজানে পুঁজিবাজারে লেনদেন চলবে সকাল ১০ টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত এবং পোস্ট- ক্লোজিং সেশন বা স্বাভাবিক লেনদেন শেষ হবে দুপুর ১ টা ৪০ মিনিট থেকে ১ টা ৫০ মিনিটে।
এছাড়া রমজানে ডিএসইর অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল ৯ টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।
তবে রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর ঢাকা এক্সচেঞ্জের অফিস আগের নিয়মে চলবে।
উল্লেখ্য, স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।
এর আগে রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved