
ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
আটককৃত ছিনতাইকারী ভৈরব উপজেলার জগন্নাথপুর উত্তরপাড়া এলাকার মো.ওসমান মিয়ার ছেলে মোঃ জনি (২৯) ও চন্ডিবের মধ্যাপাড়া এলাকার মৃত দুধ মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (৪০)।
রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ডিউটি করা কালে সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজার জংশনের পূর্ব দিকে মাইল পোষ্ট মধ্যবর্তী স্থানে কয়েকজন লোক ছিনতাইকরার উদ্দ্যেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে। পরবর্তীতে এসআই আফজাল হোসেনসহ এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। ছিনতাইকারীরা টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দুজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ০২টি স্টিলের চাকু উদ্ধার করা হয়। এছাড়াও চিনতাইকারী জনির বিরুদ্ধে ভৈরব থানায় একাদিক মামলা রয়েছে।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, এই চক্রটি রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেন যাত্রীদের ও সাধারণ পথচারীদের চাকু দিয়ে ভয় দেখিয়ে দস্যুতা করিয়া তাদের মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকা ও মূল্যবান দ্রব্যাদি ছিনিয়ে নেয়। মধ্যরাতে স্টেশন এলাকা থেকে চুরিসহ দুই ছিনকাইকারীকে আটক করা হয়েছে।
আটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ দুপুরে আদালরতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved