
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে তারা মিছিল বের করেন।
শিক্ষার্থীদের অভিযোগ—দেশজুড়ে সন্ত্রাস, ছিনতাই ও নারীর নিরাপত্তায় স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বহীনতা ও নিষ্ক্রিয়তা প্রকট হয়ে উঠেছে।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল, বিজয় ৭১ হল ও জিয়া হলের সামনে সমবেত হয়ে নানা স্লোগান দেয়। তারা ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হয়ে বক্তব্য দেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মনোয়ার হোসেন প্রান্ত। তিনি বলেন, ‘গত ছয় মাসে দেশের সাইবার ক্রাইম, নারী নির্যাতন-ধর্ষণ ও সশস্ত্র ডাকাতির পরিসংখ্যান আরও ভয়াবহ। স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। আমরা তার পদত্যাগ ছাড়া কোনো বিকল্প দেখছি না।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved