
নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাঙ্গবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামে গণঅধিকার পরিষদের নির্মাণাধীন অফিসে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা এই হামলা চালিয়ে অফিস ভাঙচুর করেছে এবং নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দেয় বলে জানাই অধিকার পরিষদের নেতা কর্মীরা
গণঅধিকার পরিষদের নেতা ইমরান হোসেন জানান এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। নেতারা বলেছেন, বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, তার আগেই যদি এমন সন্ত্রাসী কার্যক্রম চালায়, তাহলে ক্ষমতায় গেলে কী করবে? তারা স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন অফিস ও নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
এলাকার জনগণের উদ্দেশে গণঅধিকার পরিষদের নেতারা বলেছেন, "আমরা কি এখনো জিম্মি? নিজের বিবেককে জাগ্রত করুন এবং দেশটাকে আবার জালিমদের হাতে তুলে দেবেন না।" এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধ হয় এবং রাজনৈতিক সহাবস্থান বজায় থাকে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved