
ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জ ভৈরবে ইয়াবা সহ ০১ (এক) নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২,সদস্যরা।
গ্রেফতারকৃত হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরবহেরাতলা এলাকার মৃত মজিবর রহমানের মেয়ে ফয়জুরি আক্তার পলি (২৯)
র্যাব-১৪ সূত্রে জানাযায় শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল বাসষ্ট্যান্ড মেসার্স মোল্লা গ্লাস হাউজ" দোকানের সামনে চেকপোস্ট অভিযান পরিচালনা করে ২১২৫ পিস ইয়াবা ট্যাবলেট'সহ এক নারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক অবৈধ বাজার মূল্য ৬,৩৭,৫০০/- (ছয় লক্ষ সাইত্রিশ হাজার পাঁচশত) টাকা।
এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়েরর্পূবক আসামীকে আলামতসহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved