
স্টাফ রিপোর্টার :নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নবনির্বাচিত আহ্বায়ক অধ্যাপক মামুন মাহামুদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারাবো পৌর বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) তারাবো পৌর বিএনপির সহ সভাপতি কাজী ইমরান হোসেন মাসুম ও সাবেক যুগ্ম আহব্বায়ক আলী আকবরের নেতৃত্বে তারাবে পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহামুদ কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
এসময় উপস্থিত ছিলেন তারাবো পৌর সভার সাবেক কমিশনার আব্দুল মতিন, ফরহাদ মিয়া, আসলাম ভুইয়া, মানিক মাস্টার, আলম মিয়া, রাকিব হোসেন, বিল্লাল হোসেন, বিপ্লব প্রধান, মোবারক হোসেন লিটু,শফিউল্লাহ,লিটন শিকদার প্রমুখ।
উল্লেখ্য গত ২ ফেব্রুয়ারী রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে অধ্যাপক মামুন মাহামুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved