
অভ্যুত্থানে আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী ফ্লাইটে তাদের পাঠানো হয়। এদের ৩ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ৩ জন ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে উন্নত চিকিৎসার জন্য ২২ জনকে বিদেশে পাঠানো হয়। এ নিয়ে অভ্যুত্থানে আহত ২৮ জনকে বিদেশে পাঠানো হলো।
সিএমএইচ থেকে যে ৩ জনকে পাঠানো হয়েছে তারা হলেন- মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ঢালী (১৭) ও তাহসিন হোসেন (১৩)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে ৩ জনকে পাঠানো হয়েছে তারা হলেন রাজিব (৩৬), মিজানুর রহমান ও হাফিজুর রহমান হাবিব।
আন্দোলনের সময়ে মোহাম্মদ ইসরাফিলের বাম হাতে গুলি লাগে। এতে তার বাম হাতের নার্ভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে হাড় ভেঙে গেছে। রোমান ঢালি ও তাহসান হোসেনের পিঠে গুলি লেগেছে। এতে তাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। হাফিজুর রহমান হাবিবেরও পুলিশের গুলিতে স্পাইনাল কর্ডে ইনজুরি দেখা দেয়। রোবটিক ফিজিওথেরাপির জন্যই তাদের পাঠানো হয়েছে।
রাজিবের (৩৬) মাথায় গুলি লাগে। অপারেশনের পরেও তার অবস্থা উন্নতি হচ্ছে না। তাই তাকে পাঠানো হয়েছে। মিজানুর রহমানের গুলি লেগে তার মুখ মন্ডলের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। অপারেশনের জন্য তাকে পাঠানো হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved