
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস পদত্যাগ করেছেন। এই বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আইসিসি। এর মধ্যে দিয়ে ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে অ্যালারডাইসের দীর্ঘ এক যুগের সম্পর্ক শেষ হয়েছে।
তিনি ২০১২ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অপারেশনস ম্যানেজারের দায়িত্ব ছেড়ে মহাব্যবস্থাপক হিসেবে আইসিসিতে যোগ দেন। ২০২১ সালের নভেম্বরে তিনি প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান। এর আগে প্রধান নির্বাহীর পদে ৮ মাস ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।
এদিকে পতত্যাগের কারণে ব্যাখ্যা করে আইসিসির এই কর্মকর্তা বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের। ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে আইসিসির সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপন করা পর্যন্ত আমরা যা কিছু অর্জন করেছি, তাতে আমি সত্যিই গর্বিত।
আইসিসির কর্মকর্তা হিসেবে সঙ্গী হিসেবে যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গত ১৩ বছর ধরে আমাকে সমর্থন ও সহযোগিতার জন্য আইসিসির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং গোটা ক্রিকেট সম্প্রদায়কে ধন্যবাদ জানাতে চাই। আমি বিশ্বাস করি, পদত্যাগ করার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এটাই সঠিক সময়। আমার আত্মবিশ্বাসী যে, ক্রিকেটের সামনে রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে। আমি আইসিসি ও বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।
আইসিসি অ্যালারডাইসের পদত্যাগের কারণ খোলাসা না করলেও ক্রিকেট বিষয়ক ওয়েব সাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে বিভিন্ন নিন্দনীয় কাজের জন্য সরে দাঁড়াতে হয়েছে অ্যালারডাইসের। এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্তে দেরি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনেও বিশৃঙ্খলা ও আর্থিক অসঙ্গতি পদতাগের কারণ হতে পারে অ্যালারডাইসের।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved