
নিজস্ব প্রতিবেদকঃ গত বছর রেমিটেন্স সংগ্রহের জন্য “টপ টেন রেমিটেন্স এওয়ার্ড ২০২৫" লাভ করে ট্রাস্ট ব্যাংক পিএলসি।
সেন্টার ফর এনআরবি'র উদ্যোগে আয়োজিত "ব্রান্ডিং বাংলাদেশ" শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই এওয়ার্ড প্রদান করা হয়।
এনআরবি সেন্টারের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
ট্রাস্ট ব্যাংক পিএলসির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিআরও মো. আখলাসুর রহমান ভূঁইয়া এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. কামাল হোসেন সরকার।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved