
ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মধ্যেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫জানুয়ারি)সকাল সাড়ে ১০থেকে বিকেল পযন্ত বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক)উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত হয়ে বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের উদ্ধোধন করেন ভৈরব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন আহমেদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভৈরব উপজেলা শিক্ষা অফিসার আবু হেনা মোহাম্মদ মামুন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার সানজিদা পারভী,অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সাবেক সভাপতি খলিল মীর,ম্যানেজিং কমিটি সদস্য ও স্হান দাতা সদস্য,সমাজ সেবক মো.রাজিব মাহমুদ,শিমুলকান্দি উচ্চ বিদয়ালয়ের সিনিয়র শিক্ষক মো.নবী হোসেন,অত্র বিদ্যালয় পিটি এ কমিটি সভাপতি মো.শহিদুল্লাহ মিয়া,অত্র বিদ্যালয় পিটি এ কমিটি সদস্য মো.মুসলিম মিয়া, শিমুলকান্দি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম আলামিন, ইউপি সদস্য মো.জসিম উদ্দিন। প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি ইমাম হোসেন,সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন রাসেল, ডা:আব্দুল আওয়াল ও আলাউদ্দিন আলম, এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক,শিক্ষিকা বৃন্দ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন, সোহেল সরকার,ও আসাদুজ্জামান নোমান।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এছাড়াও শিক্ষার্থীরা বলেন অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। বিদ্যালয় মাঠ সাজানো হয়েছিল সুন্দর ভাবে। খেলাধুলা পাশাপাশি বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকারীদের পুরষ্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved