
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড বাগবের গ্রামের বাসিন্দা মুছলেম মিয়ার ছেলে চিহ্নিত ইয়াবা সম্রাট রুবেল মিয়ার ইয়াবা সেবনকালে ভিডিও ও ডাকাতির সময় অডিও ভাইরাল হলে পত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রকাশের পর গতরাতে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার(২২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বাগবের এলাকায় গোঁপন আস্তানা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন,গোঁপন সংবাদের ভিত্তিতে গত রাত ১১ টার দিকে বাগবের বাজারের পেছনে ইয়াবাসহ রুবেলকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংঘটিত অপরাধে মামলা রুজু করা হয়েছে।
এরআগে গত ১ সপ্তাহ ধরে ইয়াবা সেবনের ভিডিও এবং পূর্বাচলের জলসিঁড়ি ১০০ ফুট সড়কের কেয়ারিয়া এলাকায় সালাহউদ্দিনের বাড়িতে ডাকাতিকালে রুবেলের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পাশাপাশি স্থানীয় বিভিন্ন উন্নয়ন কর্মে চাঁদাবাজি,সড়কে ছিনতাইসহ নানা অভিযোগ থাকায় সংবাদ প্রকাশের পর রূপগঞ্জ থানা পুলিশ তৎপর হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved