
বিশ্ব ফুটবল সংস্থার (ফিফা) প্রধান জিয়ান্নি ইনফান্তিনো আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎে তিনি এ কথা বলেন।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান এ প্রতিশ্রুতি দেন। বিষয়টি আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নিশ্চিত করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে।
সাক্ষাতে ইনফান্তিনো ক্রীড়াঙ্গনকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন এবং দক্ষিণ এশিয়ার ফুটবল বিকাশে সহায়তার আশ্বাস দেন। ফিফা প্রধান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশ সফরে যেতে চাই।’
প্রধান উপদেষ্টা ইউনূস নারী ফুটবলারদের জন্য ডরমিটরি ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের প্রস্তাব করলে তিনি জানান, বাংলাদেশের নারী ফুটবলের জন্য ফিফা তহবিল বরাদ্দ করতে চায়। সৌদি আরবের নারী ফুটবলকেও ফিফা সহায়তা করবে। যা দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্যও উপকারী হবে।
এসময় ফিফা সভাপতি যুব উৎসবে আমন্ত্রিত হলেও অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেন। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved