
স্টাফ রিপোর্টার : মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।বুধবার(২২ জানুয়ারী)বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী।মানববন্ধনে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান,কায়েতপাড়া ইউনিয়ন যুবদল নেতা আমিনুল ইসলাম মনির,মোতাহার হোসেন,আলী আহম্মেদ, আলমগীর হোসেন,দ্বীন ইসলাম, মোঃ হারুন, রকমতউল্লাহ,আশিক প্রমুখ।
এসয়ম বক্তব্যরা বলে বিগত স্বৈরাচার সরকারের আমলে আওয়ামীলীগ নেতাদের ছত্রছায়ায় কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া,খামারপাড়া নয়ামাটি, উত্তরপাড়া,কামশাইর সহ বেশ কয়েকটি এলাকায় প্রায় শতাধিক মাদক কারবারি ও মাদক সেবীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে কায়েতপাড়া ইউনিয়নের এসকল এলাকা।এতে করে এই সমস্ত এলাকার যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।মাদক কে কেন্দ্র করে এলাকায় প্রায়ই ঘটে বড় ধরনের সংঘর্ষের ঘটনা।স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে মাদক কারবারিরা নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।আমরা এসকল মাদক কারবারিদের গ্রেফতারের জোড়ালো দাবী জানাচ্ছি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved