
নিজস্ব প্রতিবেদকঃ এবি ব্যাংক পিএলসি. ১৯শে জানুয়ারি, ২০২৫ তারিখে এবি ব্যাংকের হেড অফিসে পরিমার্জিত "অপারেশনস ম্যানুয়াল" উন্মোচন করেছে। এই "অপারেশনস ম্যানুয়াল" এর পরিমার্জিত সংস্করণটি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনাসমূহ সংযোজন করে, সার্বিক অপারেশন কার্যক্রম নিয়মতান্ত্রিক ও সুচারুরূপে পরিচালনার লক্ষ্যে ব্যাংকের সকল শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের জন্য প্রস্তুত করা হয়েছে।
এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ মিজানুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াজুল ইসলাম মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের ডিএমডিগণ, এসএমটি সদস্য, কোর রিভিউ টিম, অপারেশনস ম্যানুয়ালের ইভালুয়েশন টিম এবং বিভিন্ন ডিভিশন ও ব্রাঞ্চের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved