
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ রূপগঞ্জে একটি মহল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।রবিবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কাঞ্চন পৌর পার্ক এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক কহিনুর আলমসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, একটি মহল যারা স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় আওয়ামীলীগের নেতাকর্মীদের সঙ্গে আতাঁত করে সুবিধা নিয়েছে। আওয়ামীলীগ সরকার পতনের পর তারাই বিএনপিতে যোগ দিয়ে আবারো সুবিধা নেওয়া চেষ্টা চালাচ্ছে। তারা বিএনপির কেন্দ্রীয়
নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপুকে নিয়ে বিভিন্ন কটুক্তি ও কুরুচীপূর্ণ মন্তব্য করছে। আমরা এটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved