
নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্ত্বাবধানে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
আজ ১৫ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৫:৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ইসলাম বাজার গ্রামে অভিযান চালান। অভিযানে জাবেদ ষ্টোর এন্ড কনফেকশনারীর সামনে পাকা রাস্তা থেকে দুই কেজি গাঁজা এবং মাদক বহনে ব্যবহৃত একটি পাখি ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতার করা হয়েছে আসামী মোঃ জীবন (২০), পিতা মোঃ রবিউল ইসলাম এবং মাতা মোছাঃ জাহানারা বেগম, গ্রাম নাস্তিপুর (পশ্চিমপাড়া), থানা দর্শনা, জেলা চুয়াডাঙ্গা। জব্দকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৬০,০০০ টাকা, এবং পাখি ভ্যানের মূল্য ৮০,০০০ টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দর্শনা থানা পুলিশ জানায়, এ ধরনের অভিযান মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved