
সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১ এ চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।
মহামারী সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর নিরন্তর প্রচেষ্টা ও ডিজিটাল ট্রান্সফর্মেশনে নজরকাড়া অগ্রগতির স্বীকৃকিস্বরূপ ব্র্যাক ব্যাংক ‘বেস্ট ব্যাংক ইন প্রাইভেট সেক্টর, ‘বেস্ট ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস প্রভাইডার’, ‘বেস্ট ইউজ অব মোবাইল টেকনোলজি’ এবং ‘মোস্ট ইনোভেটিভ কোভিড রেসপন্স’ এ চারটি উপাধিতে ভূষিত হয়েছে।
গ্রাহক, কর্মকর্তা, মানুষ ও সমাজের কল্যাণে ব্যবসা, উদ্ভাবন এবং সামাজিক দায়বদ্ধতায় ক্ষেত্রে দক্ষিণ এশীয় অঞ্চলে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ব্যাংককে এই পুরস্কার প্রদান করা হয়। পুরষ্কারগুলি ব্যাংকের ধারাবাহিক ব্যবসায়িক সাফল্য, গ্রাহকদের উৎকর্ষ ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের জন্য অত্যাধুনিক প্রযুক্তি এবং মহামারীর প্রবল প্রকোপের সময়েও গৃহিত অসাধারণ সামাজিক উদ্যোগের প্রমাণ দেয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved