
বিপিএলে রানখরা নিয়ে যে অভিযোগ, তা এবার অনেকটাই কেটে গেছে। মিরপুরের পর সিলেটের মাঠেও রানবন্যা। প্রতি ম্যাচেই তৈরি হচ্ছে একের পর এক রেকর্ড। সিলেট পর্বের শেষদিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটকে ২০৪ রানের চ্যালেঞ্জ জানাল চিটাগং কিংস।
আজ সোমবার (১৩ জানুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০৩ রান তোলে চিটাগং কিংস। ব্যাট হাতে সর্বোচ্চ ৬০ রান করেন গ্রাহাম ক্লার্ক। আর সিলেটের হয়ে সর্বোচ্ ২টি উইকেট নেন পেসার তানজিম হাসান সাকিব।
ব্যাট হাতে শুরুটা মন্দ হয়নি চিটাগংয়ের। পারভেজ হোসেন ইমন ও উসমান খান মিলে গড়েন ৩২ রান। পারভেজ হোসেন ইমন বিদায় নিয়েও ফিফটি তুলে নেন উসমান। দলীয় ১০০ রানের মাথায় বিদায় নেন তিনি। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৩৫ বলে ৫৩ রান।
এরপর আরেক ব্যাটার গ্রাহাম ক্লার্কও ব্যাট হাতে ঝড় তোলেন। ৩৩ বলে খেলেন ৬০ রানের ইনিংস। আর তাতেই বড় সংগ্রহের ভিত পায় দলটি। শেষদিকে কয়েকটি উইকেট হারালেও চ্যালেঞ্জিং লক্ষ্য গড়তে সমস্যা হয়নি দলটির। শেষদিকে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেন হায়দার আলী। তার ব্যাট থেকে আসে ১৮ বলে ৪২ রান।
তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান চিটাগংয়ের। অন্যদিকে, ৫ ম্যাচে প্রথম তিনটি হারলেও শেষ দুই ম্যাচে দারুণ জয়ে পাঁচে অবস্থান সিলেটের। শেষ চারের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয় প্রয়োজন দলটির।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved