
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার শহর লস অ্যাঞ্জেলেস ছয় দিন ধরে জ্বলছে দাবানলের আগুন। এতে ৩৪ হাজার একর জায়গাজুড়ে ধ্বংস হয়েছে ১০ হাজারেরও বেশি স্থাপনা। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় প্রায় চার লাখ গ্রাহক। এর মধ্যে প্রায় ৩৫ হাজারের বেশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
আজ রোববার (১২ জানুয়ারি) ব্ল্যাকআউট ট্র্যাকিং সাইটের বরাতে বিবিসি বলছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শহর এডিসনে এখন প্রায় ১৭ হাজার ৫০০ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ ছাড়া লস অ্যাঞ্জেলেস ডিপার্টমেন্ট অব ওয়াটার অ্যান্ড পাওয়ারের প্রায় ১৭ হাজার ৭০০ গ্রাহক এবং পাসাডেনা ওয়াটার অ্যান্ড পাওয়ারের প্রায় ১০০ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ নেই।
এদিকে কয়েক ঘণ্টা আগে লস অ্যাঞ্জেলেসের ডিপার্টমেন্ট অব ওয়াটার অ্যান্ড পাওয়ার জানিয়েছে, মঙ্গলবার থেকে তাদের দল ৩ লাখ ৫০ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করেছে। সেখানে ১০০ জনেরও বেশি কর্মী সংযোগ লাইন মেরামতের কাজ করছেন।
লস অ্যাঞ্জেলেসে আগুনের সূত্রপাত হয় গত মঙ্গলবার (৭ জানুয়ারি)। এরপর কয়েকটি জায়গায় দাবানল ছড়িয়ে পড়ে। শত চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। এখন পর্যন্ত এ দাবানলে ১৬ জনের মৃত্যু হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved