
বোলিং নিষেধাজ্ঞা পেয়েছেন। শুধু ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়ার সম্ভাবনা কম, সেটি আন্দাজ করা গিয়েছিল আগেই। অবশেষে সেই ধারণাই সত্য হলো। সাকিবকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
অফফর্মের কারণে বাদ পড়েছেন লিটন দাসও। ওপেনিংয়ের জন্য রাখা হয়েছে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম আর তরুণ পারভেজ হোসেন ইমনকে।
দলের নেতৃত্বে থাকছেন যথারীতি নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল আগেই অবসর নিয়েছেন, সাকিবও নেই। তবে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম আর মুশফিকুর রহিম।
স্পিন বোলিংয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে রিশাদ হোসেন আর নাসুম আহমেদ আছেন। পেস আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সঙ্গে তরুণ তানজিম হাসান সাকিব আর নাহিদ রানা।
চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved