
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভিক্টরি প্লাসের একটি প্রতিষ্ঠান সানশাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের আয়োজনে ১১ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় স্কুল ক্যাম্পাস বীরগঞ্জ পৌর শহরের সরকারি ডিগ্রী কলেজের সামনে অনুষ্ঠিত হয়েছে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান।
প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মেধাভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন স্কুল শিক্ষার্থী এবং কলেজ পর্যায়ের ৩৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলার ১৯ জন স্বনামধন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক শিক্ষার্থী মো: সোহেল রানা, মো: এনামুল হক এনাম এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: সাজ্জাদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের ভবিষ্যতে সাফল্য অর্জনের পথ উন্মোচন করে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের উপদেষ্টা মোঃ রাজিউর রহমান রাজু, দিনাজপুর সরকারি কলেজের প্রভাষক মো: রুবেল ইসলাম, বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ নজরুল ইসলাম খান, সহকারী অধ্যাপক মো: আব্দুল মতিন, প্রভাষক মো: আল মামুন, প্রভাষক মনোয়ার হোসেন এবং মিরপুর সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ রোকনুজ্জামান সহ আরো অনেকে।
প্রতিষ্ঠানটির পরিচালক মো.সোহেল রানা বলেন," কোমলমতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।সেইসাথে বীরগঞ্জ উপজেলার স্বনামধন্য কিছু ব্যক্তিকে সম্মাননা জানাতে পেরে আমরা সানশাইন পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার আলোকে আলোকিত মানুষ হিসেবে দেশসেরা বানানোর প্রত্যয় নিয়েই আমরা সানশাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রতিষ্ঠা করেছি"
অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও অভিভাবক সানশাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের কাছে প্রত্যাশা ব্যক্ত করে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved