
ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারি আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় তাদেরকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে রেলওয়ে জংশনের ১ নং প্লাটফর্মে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় তাদের তল্লাসী করে বিভিন্ন রুটের ২৪ আসন বিশিষ্ট ৭ টি টিকেট পাওয়া যায়।
আটককৃতরা হলো, পৌর শহরের জগন্নাথপুর এলাকার সফিকুল ইসলামের ছেলে তুহিন মিয়া (২৭) ও একই এলাকার মজনু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৪৫)।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১নং প্লাটফর্ম থেকে তুহিন ও জয়নালকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আন্ত নগর ট্রেনের ২৪ আসনের ৭ টিকেট উদ্ধার করে জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবত ষ্টেশন এলাকাতে টিকেট কালোবাজারি করে আসছিল। প্রতিদিনই প্লাটফর্মে থেকে টিকেট বিক্রির অভিযোগ গতকাল রাতে টিকেটসহ তাদের আটক করা হয়। তুহিনের নামে টিকেট কালোবাজারি ও বিক্রিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনা আটকদ্বয়ের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved