
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ‘দ্য গভর্নরস রিট্রিট অব দ্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইবিডি)’ শীর্ষক সভায় যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন শনিবার। আগামী রবিবার এ সভা অনুষ্ঠিত হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, শনিবার (১১ জানুয়ারি) সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মদিনা পৌঁছাবেন তিনি। পরের দিন ১২ জানুয়ারি রবিবার আইডিবি গভর্নরসের সভা অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি তিনি সড়কপথে মক্কায় পৌঁছে ওমরা পালন করবেন। রাতে তিনি পুলম্যান জমজম হোটেলে অবস্থান করবেন।
১৫ জানুয়ারি রাতে তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved