
রাজধানীর ভাষানটেক এলাকায় মো. ফজলু হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।
এর আগে সকালে কারাগার থেকে আনিসুল হককে আদালতে নিয়ে আসে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির মিরপুর জোনের উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরবর্তীতে বিচারক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
নথি থেকে জানা গেছে, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে আছেন।
এজাহার থেকে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন শেষে বিজয় উল্লাসে রাজধানীর ভাষানটেক থানার মিরপুর-১৪ নম্বর এলাকায় মো. ফজলু অংশ নেন। সন্ধ্যা ৭টার দিকে এজাহারনামীয় আসামিদের অতর্কিত আক্রমণ ও গুলি বর্ষণে ফজলুর কোমড়ের একপাশ দিয়ে ঢুকে অপর পাশে বেরিয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৬৪ জনের নামে মামলা করেন নিহতের ভাই সবুজ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved