
টেসলা এবং স্পেস এক্সের সিইও ইলন মাস্ক। যেখানেই হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। সেই ইলন মাস্ক নাকি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনতে চান। এমন দাবি খোদ এই বিজনেস টাইকুনের বাবা ইরল মাস্কের। তবে বিশ্বের সেরা ধনীর ইচ্ছার প্রতি নাকি কোনো আগ্রহ নেই লিভারপুলের মালিকের। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো।
লিভারপুলকে নিয়ে ইলন মাস্কের আগ্রহের খরব আসে তার পরিবারের তরফ থেকে। ইলনের পিতা নিজে জানান যে, তার ছেলে লিভারপুলের মালিকানা পেলে খুশি হবেন। তবে তিনি এটাও জানান, তার মানে এই নয় যে, ইলন মাস্ক লিভারপুল কিনছেনই। তিনি শুধু বলছেন যে, কিনতে পারলে খুশি হবেন। লিভারপুলের প্রতি তার ছেলের নজর আছে কি না এমন প্রশ্নের উত্তরে টাইমস রেডিওয় ইলনের পিতা বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। তার মানে এই নয় যে, ও লিভারপুল কিনে নিচ্ছে। তবে হ্যাঁ, কিনতে পারলে ভালো লাগবে। সবাই চাইবে কিনতে। আমিও কিনতে পারলে নিশ্চিত খুশি হতাম। এই নিয়ে কিছু বলব না। তাহলে ওরা দাম বাড়িয়ে দেবে।’
কিন্তু লিভারপুলই কেন? এমন প্রসঙ্গেরও জবাব মিলেছে ইলনের পিতার কথায়। মাস্ক পরিবারের সঙ্গে লিভারপুলের যে যোগসূত্র রয়েছে, সেটা জানা যায় পরক্ষণেই। সিনিয়র মাস্ক বলেন, ‘ওর (ইলনের) ঠাকুমা লিভারপুলে জন্মেছে। তাছাড়া আমাদের লিভারপুলে আত্মীয় রয়েছে। সুতরাং, লিভারপুলের সঙ্গে আমরা জড়িয়ে রয়েছি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved