
হরিপুর, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক কেজি ফুলকপি কেজি হিসেবে বর্তমানে বিক্রি নাই। পিচ হিসেবে বিক্রি হচ্ছে, ২০ টাকায় চার/পাঁচ পিচ কপি পাওয়া যাচ্ছে। রাসেল ২০ শতক, মাহাতাব ২৫ শতক, দবির ৩০ শতক, এলাকার আরো অনেকে ফুলকফি চাষ করেছে।
এব্যাপারে জনৈক কপি চাষিগণ জানালেন যে, এক বিঘা জমিতে কপি চাষ করেছিলাম বর্তমানে সবজির দাম কমে যাবে ভাবতে পারিনি। আগ্রহ সহকারে কেউ কিনতে চাইনা। ধার দেনা করে জমি বন্ধক নিয়ে আবাদ করেছি, বাজারে সারবিষের দোকান্দারগণ টাকা পাবে এনজিও থেকে ঋণের টাকা দিয়ে জমিবন্ধক নিয়ে আবাদ করি সেই টাকার কিস্তির টাকা আদায় করার জন্য রাতদিন এনজিও কর্মিরা বাড়ি বাড়ি ঘুরছে। কাকে কি দিব? ভেবে কুল কিনারা করতে পারছি না।
অপর দিকে নাম প্রকাশ না করার শর্তে বেগুন চাষি জানালেন যে, এবছর বেগুনের আবাদ ভালো করতে না পারলেও যেটুকু হয়েছে বর্তমানে বেগুনের দাম ভালো থাকলে কোন রকম টিকে থাকা যেত। বর্তমানে প্রতি মন বেগুন ৩৭০/৩৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এবেপারে উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করলে প্রতিবেদকে জানান যে, চলতি মওসুমে সবজি চাষের লক্ষ মাত্রা ৯৪০ হে. অর্জন হয়েছে ১০৩০ হে, ফুল কপি আবাদ হয়েছে ২৬০ হে, বাধা কপি ১৩৯ হে, বেগুন ৮৫ হেক্টর কৃষি অফিস সুত্রে জানা জায়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved